১. জেলা জজ আদালতে নিচের কোন কোর্টের সিদ্ধান্তের বিরুদ্ধে রিভিশন দায়ের
হতে পারে?
ক) সহকারি জজ
খ) সিনিয়র সহকারি জজ
গ) যুগ্ম জেলা জজ
ঘ) এদের যে কোন বা সব আদালতের সিদ্ধান্ত।
২. জেলা জজ বা অতিরিক্ত জেলা জজ কর্তৃক রিভিশনে প্রদত্ত সিদ্ধান্ত কি
পুনরায় রিভাইজের জন্য দরখাস্ত করা যাবে?
ক) যাবে
খ) যাবে না
গ) যাবে তবে হাইকোর্টের অনুমতি লাগবে
ঘ) এদের সব ভুল।
৩. জেলার বাইরে কোন সম্পত্তি ক্রোক করার জন্য বা কাউকে গ্রেফতার করার জন্য
পরোয়ানা কোথায় পাঠাতে হয়?
ক) জেলা
জজ কোর্টে
খ) যে থানার সম্পত্তি ক্রোক করতে হবে ঐ থানায়
গ) নেজা রত বিভাগে পাঠাতে হবে
ঘ) যে কোন আদালতে পাঠানো যায়।
৪. ডিক্রি প্রদানের কতদিন পর সরকারি কর্মকর্তার বিরুদ্ধে ডিক্রিজারি করা
যাবে?
ক) ৩
মাসের মধ্যে
খ) ৩ বছরের মধ্যে
গ) রায়ের নির্ধারিত সময়ের পর ডিক্রির বিষয়টি
সরকারকে জানিয়ে এবং এ বিষয়ে সরকার কোন ব্যবস্থা না নিলে ৩ মাসের মধ্যে
ঘ) কোন সময় দেওয়ার প্রয়োজন নেই।
৫. দেওয়ানি মামলায় কখন সরকারি কর্মকর্তাকে গ্রেফতার করা যাবে?
ক) মামলা
দায়ের পর
খ) মামলার রায় হওয়ার পর
গ) বিচারামলে যে কোন সময়
ঘ) শুধুমাত্র ডিক্রি জারির মাধ্যমে গ্রেফতার করা যাবে।
৬. সরকারি কর্মকর্তা বা সরকারকে মামলা করার পূর্বে নোটিশ দেওয়া না হলে জবাব
দাখিলের কতদিন সময় পাবে?
ক) ২
মাস
খ) ৬০ দিন
গ) ৩ মাস
ঘ) ৮০ দিন।
৭. সরকারের বিরুদ্ধে মামলায় কার উপর সমন জারি করলে তা ডিউ সার্ভিস বলে গণ্য
হবে?
ক) ডিসি
সাহেবের উপর
খ) সরকারি উকিলের উপর
গ) গর্ভণমেন্ট প্লিডারের (জিপি) উপর
ঘ) সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উপর।
৮. প্রতিনিধিত্বশিল মামলা কে করতে পারে?
ক) যে
কেউ
খ) আদালতের অনুমতি নিয়ে গোষ্ঠিগত স্বার্থের যে কেউ
গ) শুধুমাত্র জেলাজজের কাছে দরখাস্ত দাখিলকারি
ঘ) বি ও সি।
৯. প্রতিনিধিত্বশিল মামলা কোন বিধান অনুসারে করা যায়?
ক) দেওয়ানি
কার্যবিধি’র ১০ ধারা
খ) সিপিসি’র অর্ডার ১, রুল ৮
গ) কোন রুল নেই
ঘ) আদালতের অনুমতি নিলেই হয়।
১০. কোন্ বিধান অনুসারে পক্ষদোষ অপসৃত করা যায়?
ক) দেকাবি’র ১১ ধারা
খ) দেকাবি’র ১১০ ধারা
গ) অর্ডার-১, রুল১০
ঘ) সব ভুল।
১১. মিস জয়েন্ডার বলতে কি বুঝায়?
ক) মামলার
প্রয়োজনীয় পক্ষ বাদ পড়া
খ) মামলার অপ্রয়োজনীয় পক্ষকে পক্ষ করা
গ) প্রতিবেশিকে পক্ষ করা
ঘ) সরকারকে বেহুদা পক্ষ করা।
১২. নন জয়েন্ডার বলতে কি বুঝায়?
ক) মামলার
প্রয়োজনীয় পক্ষ বাদ পড়া
খ) মামলার অপ্রয়োজনীয় পক্ষকে পক্ষ করা
গ) প্রতিবেশিকে পক্ষ করা
ঘ) সরকারকে বেহুদা পক্ষ করা।
১৩. মামলায় তদবির কারক কে হতে পারেন?
ক) যে
কোন ব্যক্তি
খ) মামলার পক্ষদের যে কেউ
গ) ১ নং বাদি
ঘ) শুধুমাত্র ১ নং বিবাদি।
১৪. মামলায় পরিত্যাগকৃত কোন অধিকার নিয়ে পরবর্তিতে কি মামলা করা যাবে?
ক) করা
যাবে
খ) আর কোন মামলা করা যাবে না
গ) পারিবারিক মামলায় করা যাবে
ঘ) কোন কোন মামলা করা যাবে।
১৫. বিবাদি কি নিজে আইনজীবী ব্যতিত মামলা পরিচালনা করতে পারবে?
ক) পারবে
না
খ) পারবে
গ) পারিবারিক মামলা হলে পারবে
ঘ) বন্টনের মামলায় পারা যাবে অন্য কোন মামলায় নহে।
১৬. স্থানিয় অধিক্ষেত্রের বাইরের প্রতিষ্ঠিত যোগাযোগ ব্যবস্থার কত মাইলের
মধ্যে বসবাসকারি ব্যক্তিকে আদালত সশরিরে হাজিরের নির্দেশ দিতে পারেন?
ক) ৫০
মাইল
খ) ২০০ মাইল
গ) ১০০ মাইল
ঘ) ৫০০ মাইল
১৭. সমনে কি বিচারকের স্বাক্ষর থাকা জরুরি?
ক) জরুরি
নহে
খ) জরুরি
গ) কিছু মামলায় জরুরি
ঘ) সব মামলায় জরুরি নহে।
১৮. আরজিতে নতুন ঘটনার সন্নিবেশ কিভাবে করা যায়?
ক) সংশোধনের
মাধ্যমে
খ) বিয়োজনের মাধ্যমে
গ) উভয়
ঘ) সবভূল।
১৯. অস্থায়ি নিষেধাজ্ঞা কার প্রার্থনায় দেওয়া হয়?
ক) বাদি’র
খ) বিবাদি’র
গ) উভয়ই
ঘ) শুধুমাত্র বাদি’র।
২০. অস্থায়ি নিষেধাজ্ঞা কতদিন পর্যন্ত বলবৎ থাকে?
ক) একটি
নিদির্ষ্ট সময় পর্যন্ত
খ) আদালতের পরবর্তি নির্দেশ দেওয়া না পর্যন্ত
গ) উভয়
ঘ) মামলা নিস্পত্তি না হওয়া পর্যন্ত।
২১. অস্থায়ি নিষেধাজ্ঞার আদেশ ভংগ করলে সাজা কি?
ক) ৬
মাসের সিভিল জেইল
খ) সম্পত্তি ক্রোক
গ) উভয়ই
ঘ) শুধুমাত্র জেইল বা ক্রোক।
২২. অর্ন্তবর্তীকালিন নিষেধাজ্ঞা কি?
ক) মধ্যবর্তি
সময়ের নিষেধাজ্ঞা
খ) বিবাদির অনুপস্থিতিতে দেয় নিষেধাজ্ঞা
গ) উভয়ই
ঘ) দেওয়ানি মামলার নিষেধাজ্ঞা
২৩. অপর্যাপ্ত কারণে কেউ অস্থায়ি নিষেধাজ্ঞার আদেশ হাসিল করলে তার বিরুদ্ধে
আদলত কি ধরণের ক্ষতিপুরণের আদেশ দিতে পারেন?
১০,০০০/- টাকা
২০,০০০/- টাকা
৩০,০০০/- টাকা
আদালতের
ইচ্ছাধিন ক্ষতিপুরণ
২৪. চিরস্থায়ি নিষেধাজ্ঞার আদেশ কিভাবে দেওয়া যায়?
ক) আদালতের
আদেশে
খ) রায়ের মাধ্যমে
গ) উভয়ই
ঘ) উভয়পক্ষকে শুনানি করে।
২৫. চিরস্থায়ি নিষেধাজ্ঞার আদেশ ভংগ করলে সাজা কি?
ক) সম্পত্তি
ক্রোক
খ) জেইল
গ) সম্পত্তি ক্রোক অথবা জেইল
ঘ) এ ও বি।
২৬. চিরস্থায়ি নিষেধাজ্ঞার আদেশ আদালতের কি ধরণের আদেশ?
ক) ইচ্ছামুলক
খ) সুবিবেচনা প্রসূত
গ) ঐচ্ছিক
ঘ) সহজাত ক্ষমতা।
২৭. চিরস্থায়ি নিষেধাজ্ঞার মামলায় মামলা দায়েরের পর কাউকে বিবাদি পক্ষভুক্ত
করা যাবে কিনা?
ক) অবশ্যই
যাবে
খ) যাবে না
গ) কিছু মামলায় যায়
ঘ) কিছু মামলায় যায় না।
২৮. বাধ্যতামুলক নিষেধাজ্ঞা প্রদান আদালতের কি ধরণের ক্ষমতা?
ক) ইচ্ছামুলক
খ) সুবিবেচনা প্রসূত
গ) ঐচ্ছিক
ঘ) সহজাত ক্ষমতা।
২৯. নিচের কোন্ ক্ষেত্রে নিষেধাজ্ঞা দেওয়া যায় না?
ক) সরকারি
কোন দপ্তরের অভ্যন্তরিন কাজে হস্তক্ষেপ করে
খ) সুনিদির্ষ্ট ভাবে বলবত করা যায় না এমন কোন
চুক্তি
গ) সমফল প্রদ প্রতিকার পাওয়া যায় এমনকোন ক্ষেত্রে
ঘ) এদের যে কোন বা সব।
৩০. সুনিদির্ষ্ট প্রতিকার দেওয়া যায় -
ক) ব্যক্তিগত
দেওয়ানি অধিকার বলবতের জন্য
খ) ফৌজদারি আইন প্রয়োগের জন্য
গ) সিভিল রাইটস এবং ফৌজদারি আইন বলতের জন্য
ঘ) সিভিল রাইটস এবং ফৌজদারি প্রতিকার কোনটিই দেওয়া
যায় না।
৩১. সুনিদির্ষ্ট প্রতিকার আইন, ১৮৭৭ অনুযায়ি দখল পুনরুদ্ধারের মামলা করা
যায় কেবল -
ক) স্থাবর
সম্পত্তির দখল উদ্ধারের জন্য
খ) শুধুমাত্র অস্থাবর সম্পত্তির দখল উদ্ধারের জন্য
গ) স্থাবর ও অস্থাবর সম্পত্তির দখল উদ্ধারের জন্য
ঘ) কোনটিই নহে।
৩২. স্থাবর সম্পত্তি পুনরুদ্ধারের মামলা করা যায় কেবল -
ক) ব্যক্তির
বিরুদ্ধে
খ) সরকারের বিরুদ্ধে
গ) উভয়ের বিরুদ্ধে
ঘ) কোনটিই নহে।
৩৩. নিচের কোন ব্যক্তি কর্তৃক ৯ ধারার দখল উদ্ধারের মামলা করা যাবে?
ক) অবৈধ
অনুপ্রবেশকারি
খ) মেয়াদ উত্তীর্ণ ভাড়াটিয়া
গ) চাকর
ঘ) ম্যানেজার
৩৪. ৯ ধারার মামলায় -
ক) বাদির
স্বত্ব অপ্রাসঙ্গিক
খ) বেদখলকারির স্বত্ব প্রাসঙ্গিক
গ) বিবাদি স্বত্ব প্রমাণ করতে পারেন
ঘ) কোনটিই নহে।
৩৫. ৯ ধারার মামলায় আদালত
ক) স্বত্বের
বিচার করতে পারে
খ) বিবাদিকে তার স্থাপনা অপসারণ করার নির্দেশ দিতে
পারে
গ) বাদিকে স্থাপনা ভেঙ্গে ফেলার ক্ষমতা দিতে পারে
ঘ) এদের কোনটিই নহে।
৩৬. সম্পত্তি পুনরুদ্ধারের নিচের কোন মামলাটির সহায়তা বাদি নিতে পারে?
ক) নিষেধাজ্ঞার
খ) ঘোষণামূলক
গ) বন্টনের মামলা
ঘ) দখল উদ্ধারের।
৩৭. সুনির্দিষ্ট প্রতিকার আইন সন্বন্ধে নিচের কোনটি সঠিক?
ক) সুনিদির্ষ্ট
প্রতিকার আইন একটি পদ্ধতিগত আইন
খ) দেওয়ানি কার্যবিধি আইনের পুরিপুরক
গ) এই আইন ইংলিশ আইনের উপর প্রতিষ্ঠিত
ঘ) এদের কোনটি নহে।
৩৮. নিচের কোন চুক্তিটি সুনিদির্ষ্ট ভাবে বলবত করা যাবে?
ক) ভবিষ্যত
চুক্তি
খ) অংশিদারি চুক্তি
গ) বিশেষ মুল্যের টুকিটাকি জিনিসের চুক্তি
ঘ) বিচ্ছেদের দলিল।
৩৯. চুক্তির শর্ত ভেঙ্গে বালু তোলা শুরু করল। এখন ’এ’ উহাতে বাধা
প্রদানের জন্য নিচের কোন মামলাটি করতে পারবে?
ক) চুক্তি
বাতিলের
খ) চুক্তি প্রবলে
গ) চিরস্থায়ি নিষেধাজ্ঞার
ঘ) অস্থায়ি নিষেধাজ্ঞার।
৪০. রাগিব,
রাজিব, রাজেন ও
রাজেশ একটি প্রাইভেইট কোম্পানির পরিচালক। এদের মধ্যে রাগিব ও রাজেশ কোম্পানির
লভ্যাংশ ঘোষণা করল এবং তাদের কোম্পানির মুলধন থেকে অথবা ধার করা টাকা থেকে সেই
লভ্যাংশ পরিশোধ করার সিদ্ধান্ত নিল। কিন্তু রাজিব ও রাজেন উহাতে আপত্তি উত্থাপন
করলো। কিন্তু রাগিব ও রাজেশ উহাতে কর্ণপাত করল না। রাজিব ও রাজেন নিচের কোন মামলা
করতে পারবে?
ক) চিরস্থায়ি
নিষেধাজ্ঞার
খ) ঘোষণা মুলক
গ) অস্থায়ি নিষেধাজ্ঞার
ঘ) ক্ষতিপুরণের মামলা।
৪১. সাপ্লিমেন্টারি চার্জশিট কি কোন্ ধারায় দেওয়া হয়?
ক) ১৭০
খ) ১৭৩
গ) ১৭৩বি
ঘ) ১৭৩(৩খ) ।
৪২. সেন্ট আপ বলতে কি বুঝায়?
ক) চার্জ
শিটে নাম দেওয়া
খ) অভিযুক্ত করে চার্জ শিটে নাম প্রেরণ করা
গ) উভয়
ঘ) কোনটিই নহে।
৪৩. নট সেন্ট আপ বলতে কি বুঝায়?
ক) চার্জ
শিটে অভিযুক্ত না করে অব্যাহতি চেয়ে নাম দেওয়া
খ) বিচারার্থে প্রেরণ করা
গ) উভয়
ঘ) কোনটিই নহে।
৪৪. ফাইনাল রিপোর্ট কি?
ক) চূড়ান্ত
রিপোর্ট
খ) আসামিদের বিরুদ্ধে অভিযোগের সত্যতা না পেয়ে
প্রদত্ত রিপোর্ট
গ) তদন্ত কর্মকর্তার তদন্ত শেষে প্রদত্ত রিপোর্ট
ঘ) ক্রিমিনাল মামলায় অব্যাহতি দিয়ে প্রদত্ত রিপোর্ট
।
৪৫. পরিসংখ্যানগতভাবে চার্জশিট কত প্রকার?
ক) ৩
খ) ৪
গ) ৬
ঘ) ৫।
৪৬. কবর থেকে লাশ উত্তোলনের আদেশ দিতে পারে কোন্ ধরণের ম্যাজিস্ট্রেট?
ক) জুডি.
ম্যাজি.
খ) নির্বাহি ম্যাজি.
গ) উভয়
ঘ) কোনটিই নহে।
৪৭. কোন্ ধরণের ম্যাজিস্ট্রেটের সামনে সুরতহাল রিপোর্ট করা হয়?
ক) জুডি.
ম্যাজি.
খ) নির্বাহি ম্যাজি.
গ) উভয়
ঘ) কোনটিই নহে।
৪৮. কতজন সাক্ষির সন্মুখে সুরতহাল রিপোর্ট তৈরি করতে হয়?
ক) ০২
খ) ০৩
গ) ০৪
ঘ) ০৭
৪৯. ডিসইন্টার কি?
ক) লাশ
খ) কবর থেকে লাশ উত্তোলন
গ) লাশ ব্যবচ্ছেদ করা
ঘ) পোস্ট মর্টেম
৫০. ভ্রমনের সময় সংঘটিত অপরাধের বিচার কোথায় অনুষ্ঠিত হয়?
ক) ট্রেন
যেখান থেকে যাত্রা করে
খ) ভ্রমণ স্থল
গ) যে সব স্থানের উপর দিয়ে ভ্রমণ করা হয় উহার যে
কোন কোর্টে
ঘ) ভ্রমণ যেখানে শেষ হয় সেখানে।
৫১. বিদেশে বা বাংলাদেশি জাহাজে সংঘটিত কোন অপরাধের বিচার কোথায় হতে পারে?
ক) যে
দেশে সংঘটিত হয়েছে সেখানে
খ) জাহাজ যেখানে নোঙর করেছিল সেই দেশে
গ) উভয় স্থানে
ঘ) বাংলাদেশে।
৫২. কে অপরাধ আমলে নিতে পারেন?
ক) দায়রা
জজ
খ) ১ম শ্রেণির ম্যাজি.
গ) চিফ জুডি. ম্যাজি.
ঘ) চিজুম্যা এবং বি।
৫৩. কিভাবে অপরাধ আমলে নিতে পারেন?
ক) পুলিশ
রিপোর্ট
খ) নালিশি দরখাস্ত
গ) ১ম শ্রেণির ম্যাজি. ব্যক্তিগত জ্ঞান বা তথ্য
ঘ) সব।
৫৪. বিচারের বিরুদ্ধে সংঘটিত অপরাধের মামলা কে করতে পারবেন?
ক) সংশ্লিষ্ট
আদালত
খ) আই ও
গ) চি.জু.ম্যা
ঘ) সব ভুল।
৫৫. রাষ্ট্রের বিরুদ্ধে সংঘটিত অপরাধ আমলে নিতে হবে কার অনুমতি নিতে হবে?
ক) প্রধানমন্ত্রির
খ) রাষ্ট্রপতির
গ) সরকারের
ঘ) মন্ত্রির।
৫৬. রাষ্ট্রের বিরুদ্ধে সংঘটিত অপরাধের তদন্তের নির্দেশ কে দিবেন?
ক) চি.জু.ম্যা
খ) ডি. ম্যাজি.
গ) দায়রা জজ
ঘ) এদের যে কেউ।
৫৭. রাষ্ট্রের বিরুদ্ধে সংঘটিত অপরাধ তদন্ত কে করবেন?
ক) এএসপি
খ) এডি. পুলিশ সুপার
গ) ইন্সপেক্টর
ঘ) সিআইডি।
৫৮. অনিষ্ট কি ধরণের অপরাধ?
ক)
ব্যক্তি সম্পকির্ত
খ)
সম্পত্তি সম্পর্কিত
গ)
উভয়ই
ঘ)
কোনটিই নহে।
৫৯. রাম শ্যামের একটি জমির দলিল ছিড়ে ফেলল? এটা কি?
ক)
প্রতারণার অপরাধ
খ)
বলপূর্বক গ্রহণের অপরাধ
গ)
অনিষ্টের অপরাধ
ঘ)
অন্যায়ভাবে বাধা দেওয়ার অপরাধ
৬০. বিমাকৃত একটি জাহাজ ’এ’
সমুদ্রে
ভাসিয়ে দিল বিমাকারির ক্ষতি করার উদ্দেশ্যে। এ’র কি অপরাধ হয়েছে?
ক)
হয় নাই
খ)
প্রতারণার অপরাধ হয়েছে
গ)
অনিষ্টের অপরাধ
ঘ)
বিশ্বাসভংগের অপরাধ।
৬১. যদু ও মধু যৌথভাবে একটি ঘোড়ার মালিক। তাদের মধ্যে ঝগড়া বাধল। মধু
ঘোড়াটি কে শুট করে মেরে ফেলল। মধুর অপরাধ হবে?
ক)
মধু অন্যতম মালিক জন্য কোন অপরাধ হবে না
খ)
দস্যুতার অপরাধ করল
গ)
অনিষ্টের অপরাধ
ঘ)
বিশ্বাসভংগের অপরাধ।
৬২. রাম তার গরু শ্যামের ধান ক্ষেতে লাগিয়ে দিল। গরু ধান ক্ষেতের অনেকখানি
অংশ খেয়ে ফেলল। রাম কিসের অপরাধ করল?
ক)
অবৈধ প্রবেশের
খ)
অনিষ্টের
গ)
চুরির
ঘ)
পশু কর্তৃক ধান ক্ষেত নষ্ট করা কোন অপরাধ নহে।
৬৩. হাউস-ব্রেকিং কতভাবে সংঘটিত হতে পারে?
ক) ২
খ) ৩
গ) ৬
ঘ)
১০ ।
৬৪. ’এ’ ’জেডে’র প্রাচিরে
গর্ত করে বাড়িতে প্রবেশ করল? এটা কিসের অপরাধ?
ক)
ক্রিমিনাল ট্রেসপাস
খ)
হাউস-ব্রেকিং
গ)
উভয়ই
ঘ)
শুধুমাত্র হাউস ট্রেসপাস।
৬৫. রাম শ্যামের বাড়িতে জানালা দিয়ে ঢুকে পড়ল? এটা কিসের
অপরাধ?
ক)
ক্রিমিনাল ট্রেসপাস
খ)
হাউস ট্রেসপাস
গ) হাউস-ব্রেকিং
ঘ)
এদের সব গুলো।
৬৬. যদুর মধুর নির্মানাধিন একটি স্থাপনায় বিনানুমতিতে ঢুকে পড়ল। এটা কি
অপরাধ?
ক)
হাউস ট্রেসপাস
খ)
ক্রিমিনাল ট্রেস পাস
গ)
হাউস ব্রেকিং
ঘ)
এদের কোনটিই নহে।
৬৭. যদু মধুর বাড়িতে দরজা খুলে ঢুকে পড়ল। এটা কি অপরাধ?
ক)
কোন অপরাধ হয়নি
খ)
হাউস ট্রেসপাস
গ)
হাউজ ব্রেকিং
ঘ)
ক্রিমিনাল ট্রেসপাস।
৬৮. আবিদ তার দোকানের তালার চাবি হারিয়ে ফেলল। আবির সেই চাবি পেয়ে তালা
খুলে দোকানে ঢুকল। আবির কিসের অপরাধ করল?
ক)
হাউস ট্রেসপাস
খ)
হাউস ব্রেকিং
গ)
ক্রিমিনাল ট্রেসপাস
ঘ)
চুরি।
৬৯. ফৌজদারি বিচারে আসামি যদি পাগল হয়ে যায় তখন বিচারের কি হবে?
বিচার
স্থগিত হবে
বিচার
চলবে না
আসামি
পাগল হওয়ার কারণে বিচার শেষ হবে
আদালত
যে রুপ সিদ্ধান্ত নেন তাই হবে।
৭০. ’জেড’ তার বাড়ির
দরজায় দাঁড়িয়ে আছেন। ’এ’ জেড’কে ধাক্কা
দিয়ে ফেলে দিয়ে বাড়িতে অবৈধভাবে প্রবেশ করল। ’এ’ কিসের অপরাধ করল?
ক)
হাউস ট্রেসপাস
খ)
হাউস ব্রেকিং
গ)
ক্রিমিনাল ট্রেসপাস
ঘ)
চুরি।
৭১. ওয়াই ’জেড’র বাড়ির
দারোয়ান। ’এ’ দারোয়ানকে
মাইরের ভয় দেখিয়ে অবৈধভাবে ’ওয়াই’র বাড়িতে
প্রবেশ করল। ’এ’ কিসের
অপরাধ করল?
ক)
অবৈধ অনুপ্রবেশ
খ)
হাউস ট্রেসপাস
গ)
হাউস ব্রেকিং
ঘ) অপরাধজনক
ভিতি প্রর্দশন
৭২. চুরির সম্পত্তি’
বলতে বুঝায়?
ক)
চুরির মাধ্যমে প্রাপ্ত
খ)
বিশ্বাস ভংগের মাধ্যমে প্রাপ্ত
গ)
দস্যুতার মাধ্যমে প্রাপ্ত
ঘ)
এদের সকল।
৭৩. চোরকে কি চুরির জন্য ৩৭৯ এবং চোরের দখল থেকে চোরাই উদ্ধারের জন্য ৪১১
ধারায় চার্জ করা যাবে?-
যাবে
যাবে
না
বাড়ি
থেকে চুরির মামলায় যাবে
দোকান
থেকে চুরির মামলায় যাবে
৭৪. একজন আইনজীবী মক্কেলকে অন্য পক্ষের সাক্ষীকে ভয় দেখানোর পরামর্শ দিলেন
তিনি এর দ্বারা -
ক)
মক্কেলকে যথাযর্থ আইনগত পরামর্শ দিয়েছেন
খ)
আইনানুগ কাজ করেননি
গ)
মক্কেলকে বাচানোর শেষ চেষ্টা করেছেন
ঘ)
সবচেয়ে ভাল কাজ করেছেন
৭৫. জজ সাহেবকে সাক্ষীর জবানবন্দী ভূলভাবে পড়ে শুনানো, আইনের ভুল
ব্যাখ্যা দেওয়া পেশাগত অসদাচরণ মধ্যে-
ক)
পড়তে পারে
খ)
নাও পারে
গ)
আইনজীবী ভুল ব্যাখ্যা দেওয়ার অধিকার রাখেন
ঘ)
এসব কাজ করে আইনজীবী মক্কেলের স্বার্থ রক্ষার কাজটিই করেছেন
৭৬. মামলার শুনানী চলাকালে নিম্নের কোন কাজটি পেশাগত অসদাচরণ
ক)
একজন আইনজীবী সহ আইনজীবীর সাথে কানে কানে কথা বলা
খ)
মামলার শুনানী চলাকালে এজলাসে মোবাইল ফোনে কথা বলা
গ)
অনাহুতভাবে শুনানীতে অংশগ্রহণ করা
ঘ)
শুনানীতে অংশগ্রহণ কারী কোন আইনজীবীকে পরামর্শ দেওয়া
৭৭. ডিক্রিকৃত সম্পত্তি নিলামে খরিদ করে একজন আইনজীবী -
ক)
মক্কেলকে সহায়তা করলেন
খ)
বেআইনী কাজ করলেন
গ)
পেশাগত অসদাচরণ করলেন
ঘ)
এদের কোনটিই করলেন না
৭৮. একজন আইনজীবী পেশা পরিচালনার পাশাপাশি -
ক)
শিক্ষকতা
খ)
পারিবারিক ব্যবসা
গ)
ঠিকাদারী
ঘ)
এদের কোনটিই করতে পারবেন না।
৭৯. একজন আইনজীবী নিম্নের কোন কাজটি করে পেশাগত অসদাচারণ করেছেন-
ক)
মক্কেল ধরার জন্য বাস স্ট্যান্ডে দালাল রেখে
খ)
গ্রামে দেউনিয়া ব্যক্তি রেখে
গ)
রাস্তার ধারে বিল বোর্ড টাঙ্গিয়ে
ঘ)
এদের সব ক’টি
৮০. বার কাউন্সিলের নির্বাচন বছরের কোন মাসের কোন তারিখের মধ্যে করতে হবে?
ক)
৩০ জানুযায়ীর মধ্যে
খ)
৩১ মে’র
মধ্যে
গ)
২৫ জুনের মধ্যে
ঘ)
২৮ জুলাই
৮১. একজন আইনজীবী সদন পাওয়ার পর কোথায় প্রাকটিস করতে পারবেন?
ক)
শুধুমাত্র তার নিজস্ব জেলার জজ কোর্টে
খ)
তার পছন্দমত যে কোন একটি জেলায়
গ)
বার কাউন্সিল কর্তৃক নির্ধারিত কোন বারে
ঘ)
বাংলাদেশের যে কোন জেলার কোর্টে, রাজস্ব কর্তৃপক্ষ বা ট্রাইবুনালে।
৮২. একজন আইনজীবীকে হাইকোর্টে প্রাকটিস করার জন্য অধ:স্তন আদালতে কমপক্ষে
ক)
০২ বছর
খ)
০৫ বছর
গ)
০৩ বছর
ঘ)
১০ বছর প্রাকটিস করতে হবে।
৮৩. একজন আইনজীবীর জ্যেষ্ঠতা নির্ধারণ কিভাবে হবে?
ক)
আইনজীবীর তালিকাভুক্তির তারিখ অনুযায়ী
খ)
আইনজীবীদের বয়স অনুযায়ী
গ)
আইনজীবীদের এলএলবি ডিগ্রী অর্জনের তারিখ অনুযায়ী
ঘ)
এদের কোনটিই নয়।
৮৪. দুইজন আইনজীবীর তালিকাভুক্তির তারিখ একই হলে তার তাদের জ্যেষ্ঠতা
কিভাবে নির্ধারণ হবে-
ক)
তাদের বয়সের পার্থক্য অনুযায়ী
খ)
তাদের এলএলবি ডিগ্রী অর্জনের সময়ের পার্থক্য অনুযায়ী
গ)
সদনপ্রাপ্তির পরীক্ষায় অবর্তীণ হওয়ার বছর অনুযায়ী
ঘ)
এদের কোনটিই নহে।
৮৫. একজন ব্যক্তিকে আইনজীবী হওয়ার জন্য কত বছর বয়সী হতে হবে?
ক)
২৫ বছর
খ)
২১ বছর
গ)
২৭ বছর
ঘ)
৩০ বছর
৮৬. একজন ব্যক্তি যদি কোন সরকারী অফিস থেকে অপসারিত হন তাহলে তিনি অপসারনের
কত বছর পর আইনজীবী হতে পারবেন?
ক)
০১ বছর
খ)
০৩ বছর
গ)
০২ বছর
ঘ)
০৫ বছর
৮৭. একজন ব্যক্তি নৈতিক স্খলনজনিত অপরাধে দোষী সাবস্থ্য হলে কত বছর পর
আইনজীবী হতে পারবেন?
ক)
০৪ বছর পর
খ)
০৩ বছর পর
গ)
০৫ বছর পর
ঘ)
০৭ বছর পর
৮৮. বার কাউন্সিল অর্ডার , ১৯৭২ এর কোন অনুচ্ছেদ এ পেশাগত সাজার ব্যবস্থা করা হয়েছে ?
ক)
৩২ অনুচ্ছেদ
খ)
৪৬ অনুচ্ছেদ
গ)
৩৩ অনুচ্ছেদ
ঘ)
২০ অনুচ্ছেদ
৮৯. কোন অনুচ্ছেদ এ ট্রাইবুনাল গঠনের বিধান রাখা হয়েছে?
ক)
৩৩ অনুচ্ছেদ
খ)
৩০ অনুচ্ছেদ
গ)
২৩ অনুচ্ছেদ
ঘ)
৪০ অনুচ্ছেদ
৯০. ট্রাইবুনাল কোন ধরণের আদালত হিসাবে গণ্য হবে?
ক)
দেওয়ানী আদালত
খ)
ফৌজদারী আদালত
গ)
ট্রাইবুনাল
ঘ)
এদের কোনটিই নহে
৯১. কোন ব্যক্তি সনদ প্রাপ্ত না হয়েও যদি আইন প্রাকটিস করে তাহলে তার সাজা
হবে
ক)
১০ মাসের জেল
খ)
০৫ মাসের জেল
গ) ০৬
মাসের জেল
ঘ)
কোন সাজা নেই
৯২. নিম্নের কোন কাজটি পেশাগত অসদাচরণ?
ক)
মক্কেলের সম্পত্তি বেনামে খরিদ করা
খ)
দরখাস্তের কপি অপরপক্ষের আইনজীবীকে না দিয়ে তার অনুপস্থিতিতে শুনানীতে অংশ নেওয়া
গ)
অতিরিক্ত আইনজীবী নিয়োগে মন খারাপ করে মক্কেল কে বকাঝকা করা
ঘ)
এদের সবগুলোই
৯৩.
বার
এসোসিয়েশন আইনজীবীদের বিষয়ে দেখাগুনা করেন
ক)
স্থানীয় পর্যায়ে
খ)
জাতীয় পর্যায়ে
গ)
বিভাগীয় পর্যায়ে
ঘ)
এদের কোনটিই নহে
৯৪. বার কাউন্সিল কর্তৃক প্রকাশিত মাসিক ল জার্নালে নাম কি?
ক)
এমএলআর
খ)
ডিএলআর
গ)
বিলএল ডি
ঘ)
বিসিআর
৯৫. আদালতের সামনে উপস্থাপিত কোন বিষয় বিবেচনা করে যদি আদালত তার অস্তিত্বে
বিশ্বাস করে তাকে
ক)
প্রমাণিত বলে
খ)
অপ্রমাণিত বলে
গ)
মিথ্যা প্রমাণিত বলে
ঘ)
এদের কোনটি বলে না।
৯৬. আদালত কোন ঘটনা বিবেচনা করার পর বিশ্বাস করল না বা তার অস্তিত্ব
সর্ম্পকে সন্দিহান হল তাকে
ক) প্রমাণিত
বলে
খ)
অপ্রমাণিত বলে
গ)
মিথ্যা প্রমাণিত বলে
ঘ)
এদের কোনটি বলে না।
৯৭. একটি ঘটনা প্রমাণিত হল না বা মিথ্যা প্রমাণিতও হল না তাকে-
ক)
প্রমাণিত বলে
খ)
অপ্রমাণিত বলে
গ)
মিথ্যা প্রমাণিত বলে
ঘ)
এদের কোনটি বলে না।
৯৮. সাক্ষ্য আইনে আদালতকে কোন ঘটনা অনুমান করতে বলা হলো আদালত তা সঠিক বলে
ধরে নিতে পারেন,
যদি না
যতক্ষণ না তা মিথ্যা প্রমাণিত হয় অথবা আদালত তাকে প্রমাণের আহব্বান জানান তা হলো -
ক)
মে প্রিজিউম
খ)
শ্যাল প্রিজিউম
গ)
কনক্লুসিভ প্রুফ
ঘ)
এদের কোনটি নহে বা সব কটি।
৯৯. সাক্ষ্য আইনে আদালতকে কোন ঘটনা অনুমান করতে নির্দেশ দেওয়া হলে আদালত তা
সঠিক বলে ধরে নিবেন,
যদি না
যতক্ষণ না তা মিথ্যা প্রমাণিত হয় তা হলো -
ক)
মে প্রিজিউম
খ)
শ্যাল প্রিজিউম
গ)
কনক্লুসিভ প্রুফ
ঘ)
এদের কোনটি নহে বা সব কটি।
১০০. সাক্ষ্য আইনে একটি ঘটনাকে যদি অন্য একটি ঘটনার চূড়ান্ত প্রমাণ বলে ঘোষণা
করা হয়,আদালত সেই
ঘটনাটি প্রমাণ হলে অপর ঘটনাটি প্রমাণিত বলে গণ্য করবেন এবং উহা মিথ্যা প্রমাণের
জন্য আর কোন সাক্ষ্য দিতে দিবেন না ইহা হলো -
ক)
মে প্রিজিউম
খ)
শ্যাল প্রিজিউম
গ)
কনক্লুসিভ প্রুফ
ঘ)
এদের কোনটি নহে বা সব কটি।
Post a Comment